ইন্দ্রজিত মল্লিক:- ১৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের। ব্যাঙ্কশাল আদালতে আজ পেশ করা হয় সন্দেশখালীর শেখ শাজাহানকে। মাছের ভেড়িকে সামনে রেখে কোটি কোটি টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ। সেই মর্মেই আদালত ১৩ দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছে।
গত সপ্তাহেই বসিরহাট জেলে জেরা করতে গিয়েছিল ইডি। তার কথায় অসঙ্গতি পেয়ে গ্রেফতার করে। সোমবার ইডি বসিরহাট আদালত থেকে নিয়ে এসে নগর দায়ের আদালতে পেশ করে।সন্দেশখলীকে বিচার না দিলে অভিশাপ লাগবে বলে সাবাল ইডি পক্ষের আইনজীবী অরিজিত চক্রবর্তীর। ইডি পক্ষের আইনজীবী অভিযোগ করেন, “জমি দখল করতেন। ভেড়ি বানানো হয়েছে। যারা মাছ চাষ করেছেন তারা শাহজাহানের বাহিনী” শুধু এখানেই থামেনি, তিনি আরও বলেন, “সেই মাছ “এসকে সাবিনা” বলে একটি কোম্পানির মাধ্যমে কেনা হতো। সেইও শাহজানের কোম্পানি। বিক্রিও করতো সেই কোম্পানি। এইভাবে ঘুরপথে ব্যাপক টাকার লেনদেন হয়েছে। এই টাকার কার কার মাধ্যমে গেছে গেছে, সব তদন্ত সাপেক্ষ।” শুধু সন্দেশখলী নয়, যদি একে হেফাজতে না বিচারব্যবস্থা অভিশপ্ত হয়ে যাবে বলে দাবি করেছেন ইডির আইনজীবী অরিজিত চক্রবর্তী। শাহজাহানের আইনজীবী জাকির হোসেনের দাবি করেন, “শাজাহানকে অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অর্ডার ছাড়া ইডি হেফাজতে নিয়েছে। জামিন আবেদন করিনি। তাঁকে অবিলম্বে রিলিজ করা হোক।” এই মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।