দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্যকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।সৌম্য রায় কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি পদে কর্তব্যরত ছিলেন। সেই পদ থেকে তাঁকে বদলি করা হয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিয়োগ করতে হবে। আর দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি কাকে নিয়োগ করা হবে, তা ঠিক করতে কয়েকজন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে রাজ্যকে। ৩ এপ্রিল দুপুর তিনটের মধ্যে নাম পাঠাতে হবে।কমিশনের তরফে সৌম্যকে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্যকে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না। প্রসঙ্গত, এই প্রথমবার নয়, একুশের বিধানসভা ভোটের সময়ও সৌম্য রায়কে বদলি করেছিল কমিশন। প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরই রাজ্য পুলিশে ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেয় কমিশন। পরে চার জেলার জেলাশাসককেও সরিয়ে দেওয়া হয়। এবার সেই তালিকায় জুড়ল তৃণমূল বিধায়কের পুলিশ কর্তার স্বামীর নামও।
Hindustan TV Bangla Bengali News Portal