প্রসেনজিৎ ধর, কলকাতা :- অসুস্থ মদন মিত্রকে দেখতে দক্ষিণেশ্বরের বাড়িতে বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। অসুস্থ থাকার জন্য বাড়িতেই রয়েছেন বিধায়ক মদন মিত্র। নির্বাচনে লড়ার আগে মদন মিত্রের কাছে সাক্ষাত্ সায়ন্তিকার।দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন কামারহাটি বিধানসভার বিধায়ক। অসুস্থ থাকার জন্য গৃহবন্দী অবস্থায় রয়েছেন মদন মিত্র। আগামী ১ জুন উত্তর কলকাতায় ভোটের দিন একইসঙ্গে বরানগরের উপনির্বাচনে ভোট দেবেন এখানকার বাসিন্দারা। আর তার জন্য জোড়া প্রচারে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়| প্রার্থী হওয়া তাঁর কাছে নতুন না হলেও বরানগর একেবারেই অচেনা মাটি। তাই এখানকার দলীয় সংগঠনের সঙ্গে থেকেই প্রচার চালাচ্ছেন তারকা তৃণমূল প্রার্থী। প্রচারের সূত্রেই সোমবার সন্ধেবেলা তিনি পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে, কামারহাটির বিধায়ক তথা এলাকার জনপ্রিয় নেতা মদন মিত্রর বাড়িতে। ভোটের আগে ‘টিপস’ নিতেই কি ‘মদনদা’র সঙ্গে সাক্ষাৎ সায়ন্তিকার? এই প্রশ্ন তো উঠছেই। তবে তা উড়িয়ে সায়ন্তিকার ঘনিষ্ঠ মহলের দাবি, মদন মিত্র বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তাই তাঁকে দেখতে গিয়েছেন তৃণমূল প্রার্থী। সেইসঙ্গে প্রবীণ রাজনীতিকের আশীর্বাদও নিয়েছেন। সূত্রের আরও খবর, সায়ন্তিকা ওইদিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মদন মিত্রর দ্রুত সুস্থতা কামনা করেছেন সায়ন্তিকা। সেকথা তিনি নিজেই জানান কামারহাটির বিধায়ককে।
Hindustan TV Bangla Bengali News Portal