Breaking News

‘মানুষ মেরে হাতের রক্ত মোছেনি’ বিজেপিকে বিঁধে শীতলকুচি ইস্যুতে কোচবিহারে বললেন মমতা!

দেবরীনা মণ্ডল সাহা:-শীতলকুচি কাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসারকে বিজেপি প্রার্থী করেছে,কোচবিহার থেকে বীরভূমের প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভা ভোটের দিন শীতলকুচিতে লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৫ জনের। তৎকালীন এসডিপিও দেবাশিস ধর বর্তমানে বিজেপির লোকসভার প্রার্থী। সেই ইস্যুকে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁচা, “শীতলকুচিতে এত মানুষ মেরে হাতের রক্ত এখনও মোছেনি। এখন বীরভূমে গিয়ে দাঁড়িয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে বলেন, ‘বিজেপি ইলেকশন কোড মানে না, ওটা ওদের ঘরবাড়ি।’ বীরভূম থেকে নিয়ম ভেঙে দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছে বলে দাবি তাঁর। অভিযুক্ত আইপিএসের বিরুদ্ধে মমতা বলেন, ‘শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল। নির্বাচন চলাকালীন ছুটে এসে তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম।’ এরপরেই মমতা বলেন, ‘যে লোকটির নির্দেশে এটা করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে সরকারের দুটি তদন্ত চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন মানেন না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন।’এবারের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। কয়েকদিন আগেই তিনিই অবসর নেন, এরপর তাঁকেই প্রার্থী করে বিজেপি। মমতা বলেন, ‘শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও, হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে কারণ বলছে আমি স্থানে এসডিপিও ছিলাম, সো হোয়াট?’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *