প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরও চাপে শেখ শাহজাহান। এবার সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। শাহাজাহানের ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়াও তাঁর মাছ ব্যবসা সংক্রান্ত অন্য একটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও শাহজাহানের আরও কয়েকটি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্যে নজরে রাখছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, শাহজাহান শেখের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে। যার মাধ্যমে ১৩৭ কোটি টাকার লেনদেনের তথ্য প্রাথমিকভাবে ইডির হাতে এসেছে। পাশাপাশি অভিযুক্তর প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে ইডির স্ক্যানারে। সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখছে তদন্তকারীরা।ইডির দাবি, ওই ১৫ টি অ্যাকাউন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য চেয়েছে ইডি। সেগুলি হাতে এলে তদন্তে আরও নতুন তথ্য বেরিয়ে আসতে পারে। আগেই ইডি দাবি করেছিল, নিজের মাছের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করতেন শাহজাহান।কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত যে পরিমাণ বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, তা হিমশৈলের চূড়া মাত্র।
Hindustan TV Bangla Bengali News Portal