Breaking News

মন্ত্রী গিয়ে বলছেন বৈশাখী ব্যানার্জি কো উখার দো,কি ভাষা ভাবুন“বাংলায় পদ্ম ফুটবেই!”, বিজেপির মিছিল থেকে তৃণমূল কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ ধর:- আসন্ন বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই বাংলা জুড়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল মিছিল। মিছিলে যোগদান করেই প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধে এদিন একাধিক ক্ষোভ উগরে দিলেন শোভন বাবু। এদিন রোড শো থেকে শোভন চট্টোপাধ্যায় বললেন, আয়নার সামনে দাঁড়াক এবার তৃণমূল। তাঁর কথায় চ্যালেঞ্জের হালকা আভাস পেতেই ইতিমধ্যে নড়েচড়ে বসেছে তৃণমূল সরকার। ভোট এগিয়ে আসতে না আসতেই যেন গোটা বাংলা জুড়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। কখনো বিজেপি তো কখনো তৃণমূল কেউ ই কাউকে মাত দিতে ছাড়ছেন না। যতই ভোটের দিন এগোচ্ছে ততোই বাড়ছে প্রস্তুতির মহড়া। জননেত্রীকে নিশানা করে এদিন শোভন চট্টোপাধ্যায় বলেন,“পঞ্চায়েত নির্বাচন হতে দেননি মমতা বন্দোপাধ্যায়। খারাপ লাগার বিষয়! ঘাসফুলের পতাকা লাগিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, স্বাস্থ্যসাথী নিয়ে হাসপাতালগুলোকে লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। এটাই কি সোনার বাংলার অন্যতম উদাহরণ?”

অন্যদিকে বৈশাখী ব্যানার্জিকে নিয়েও এদিন মন্তব্য করেন শোভন বাবু। তিনি জানান “যারা দুঃখের দিনে পাশে দাঁড়ান, কষ্টের দিনে পাশে দাঁড়ান, যন্ত্রণার দিনে পাশে দাঁড়ান, তাঁকে কেউ ছেড়ে যায় না। বাংলার মন্ত্রী গিয়ে বলছেন প্রিন্সিপাল বৈশাখী ব্যানার্জি কো উখার দো। কী ভাষা ভাবুন! এমনই সোনার বাংলা চেয়েছিলেন।” সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান, “মানুষের আবেগ বুঝিয়ে দিয়েছে, তৃণমূলের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গিয়েছে। এবার বিজেপির আসার সময় হয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ করে আপনি সোনার বাংলা নয় সর্বনাশের অবস্থা করেছেন। বাংলায় পদ্ম ফুটবেই”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *