পার্থ মুখার্জী :- নির্বাচন কাছে আসতেই বিভিন্ন ইস্যুতে রাজ্যের আইনশৃঙ্খলাকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির | আর এবার ডেবরার বারুনিয়ায় আদিবাসী গৃহবধূ ধর্ষণ ও খুনের ঘটনায় ডেবরা থানার ভারপ্রাপ্ত অফিসারকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার জন্য দুদিনের সময়সীমা বেঁধে দিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল | তার মধ্যে পুলিশ ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করতে না পারলে ধর্নায় বসার হুমকিও দিয়েছেন তিনি |
শুধু তাই নয়, ধর্ষণের অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার সন্ধ্যাবেলায় ডেবরা থানার সামনে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের নিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভে বসেন তিনি | আর অবিলম্বে ২ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে এদিনের অবস্থান বিক্ষোভ তুলে নেন | শনিবার সন্ধেয় তাঁর স্বামী একটি কাজে বেরিয়ে যান | কাজ সেরে বাড়ি ফিরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাননি | এরপর রবিবার সকালে ডেবরার খোলাবাজার এলাকায় ওই মহিলার দেহ উদ্ধার হয় | আদিবাসী ওই মহিলার স্বামীর অভিযোগ, স্ত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে | এদিকে, এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে ডেবরার ইসলামপুরে দফায় দফায় পথ অবরোধ করেন স্থানীয়রা |