দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিএএ লাগু হওয়ার পর প্রথমবার বাংলায় এসে নরেন্দ্র মোদী সাফ জানালেন, তৃণমূল ও বামেদের তরফে ভুল বোঝানো হচ্ছে। প্রধানমন্ত্রী কথায়, “সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি।”কোচবিহারের সভা থেকে এদিন মোদী বলেন, ‘অন্যদের আশা যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকেই মোদীর গ্যারান্টি শুরু হয়।’ মোদী তাঁর বক্তৃতায় অযোধ্যায় রাম মন্দির থেকে শুরু করে কাশ্মীরে ৩৭০ ধারা রদ, মোদীর গ্যারান্টিতে গত দশ বছরে কী কী পরিবর্তন হয়েছে দেশে, সেই খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় তুলে ধরেন সংশোষিত নাগরিকত্ব আইনের বিষয়। তিনি বলেন, ‘আমি এই বাংলার সমস্ত পরিবারকে বলব, তৃণমূল কংগ্রেস, সিপিএমের লোক আপনাদের ভয় দেখতে পারে, কিন্তু আপনারা মোদীর দশ বছরের কাজ দেখেছেন। আপনারা আমায় বিশ্বাস করেন, এটাই আমার গ্যারান্টি।’ রাজ্যে বিগত দিনে বাম তৃণমূল জমানা নিয়ে কটাক্ষ করে মোদী বলেন, ‘এঁদের রাজত্ব মিথ্যা এবং অপপ্রচারের উপর দাঁড়িয়ে আসছে।’ তাঁর নিশানায় ছিল, বিরোধী ইন্ডিয়া জোটের প্রসঙ্গও।মোদীর গ্যারান্টি নিয়ে এর আগে কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। মমতা বলেছিলেন, ‘মোদীর গ্যারান্টি মানে জিরো। মমতার গ্যারান্টি মানে মানুষই হিরো।’ শুধু তৃণমূল নেত্রীই নন, মোদীর গ্যারান্টি নিয়ে প্রতিটি সভায় কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও |