Breaking News

‘রাজ্যকে ছোট করে দেখানোর চেষ্টা’,রিপোর্টের পাল্টা রিপোর্ট! ব্রাত্য ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সংঘাতে রাজ্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রিপোর্ট কার্ডের পালটা দিল রাজ্য। রাজ্যের দাবি, ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছেন রাজ্যপাল। রাজ্যকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে| সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। দুর্নীতি, হিংসা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশে ও ভোটের কারণে অপব্যবহারের ইস্যুতে তদন্তের নির্দেশ। সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হবে বলে খবর রাজভবন সূত্রে। একজনেরই কমিশন গঠন করে এই তদন্ত করা হবে।প্রসঙ্গত, রাজ্যপালের রিপোর্ট কার্ডের কড়া উত্তর দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার তোপ দেগেছে, রাজ্যপাল তার রিপোর্ট কার্ডে রাজ্য সরকারের ক্ষমতাকে ছোট করে দেখার চেষ্টা করেছেন। আইনের বাইরে গিয়ে এককভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাইছেন রাজ্যপাল। তিনি নিজে যা ভালো মনে করছেন, সেটাই করছেন। তিনি আদালতের নির্দেশও উপেক্ষা করছেন। এমনকি গোটা বিষয়টা মধ্যস্থতার মাধ্যমে সমাধান করার ক্ষেত্রে তার ব্যর্থতা রয়েছে। রাজ্যপাল যে ভূমিকা নিচ্ছেন, তা শুধুমাত্র যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তা নয়, পড়ুয়াদেরও সমস্যার মুখে ফেলছে। প্রসঙ্গত, সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অপসারণ নিয়ে নতুন করে রাজ্য-রাজ্যপাল সংঘাত সামনে আসে। বুধবার রিপোর্ট কার্ড প্রকাশ করেন রাজ্যপাল। নিয়ম বহির্ভূতভাবে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে যে উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ রেখেছেন তাঁদের সতর্ক করা হয়। আর তার পরদিনই রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ করেন। এরপরই পালটা দিল রাজ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *