Breaking News

ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভূপতিনগরে এনআইয়ের উপর হামলার হামলার ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। ভূপতিনগরে এনআইএ-র ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি, পুলিশ সুপার (পূর্ব মেদিনীপুর), এসডিপিও ও ভূপতিনগরের ওসি-র বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।একইসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ও নবান্নর থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে।সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হল এনআইএ৷ এদিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা৷ গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর৷ ২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নাড়ুয়াবিলায় বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়৷ এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ ওই ঘটনার তদন্তেই এ দিন ভোরে ভূপতিনগরে যায় এনআইএ-এর একটি দল৷অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি৷ এদিন সকালে ভূপতিনগরের অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতিকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা৷ এর পরই এনআইএ-র গাড়িতে ইট ছোড়া হয়৷ ভেঙে যায় গাড়ির কাচ৷ অভিযোগ এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয় বলে অভিযোগ| ভোটের মুখে রাজ্যে এনআইএর উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *