Breaking News

প্রচারে গিয়ে জনরোষের শিকার!শতাব্দী যেতেই মহম্মদবাজার ব্লকে তাঁকে ঘিরে অভাব-অভিযোগ শোনালেন গ্রামের মহিলারা

দেবরীনা মণ্ডল সাহা :-আবারও বিক্ষোভের মুখে শতাব্দী রায়। এবার তিনবারের সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। কেউ দাবি তুললেন গত ১০ বছরে সাংসদকে একবারও দেখা যায়নি। আবার কেউ দাবি তুললেন আবাস যোজনার বাড়ি পায়নি, কেউ আবার বললেন ১০০ দিনের কাজ হয়নি। শনিবার সকাল সকাল তৃণমূল প্রার্থীকে পেয়ে এমনই একগুচ্ছ দাবি নিয়ে ক্ষোভ উগড়ালেন। আজ সকালে মহম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম, লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে পৌঁছতেই এলাকাবাসী তাঁর সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষ অভিযোগ করেন, সরকারি সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছেন, তাঁরা পাননি। কেউ আবার বলে বসেন,রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে খুব সমস্যার মুখে পড়তে হয়।গ্রামের এক মহিলা অতশি শাহ বলেন, “এখানে জলের খুব কষ্ট। রাস্তাঘাট ঠিক আছে। জলের পাইপ লাইন নেই। জলের খুবই দরকার।” গুরুদেব ঘোষ নামে এলাকার এক বৃদ্ধ বলেন, “চাষের জন্য তো জল চাই। সেই দাবি করলাম। আর রাস্তাঘাট তো শেষ হয়নি। প্রতিশ্রুতি তো দিলেন। হবে হবে বলেছেন। দেখা যায়।”বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন,”উনি ১৫ বছর ধরে কারোর সঙ্গে দেখা করতে যাননি। মানুষ তো দেখতেই পাচ্ছেন না। সেই কারণেই বিক্ষোভ। উনি যেখানেই যাচ্ছেন সেখানেই কালো পতাকা দেখাচ্ছেন। শুধু ধাপ্পাবাজি, চিটিংবাজি, গরিব মানুষ জল-বাসস্থান পরিষেবা চান। তাই বীরভূমের মানুষ বলেছেন তোমার দেখা নাই।” যদিও, এই প্রসঙ্গে যদিও শতাব্দী রায় বলেছেন, “কেন দেখতে পাননি দেখতে হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *