প্রসেনজিৎ ধর :- এবার সন্দেশখালির রেখা পাত্রকে খোঁচা তৃণমূল সুপ্রিমোর। “আমরা না করলে কোথায় পেতেন? একবার তো স্বীকার করুন।” নাম না করে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে খোঁচা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি প্রকল্পের সুবিধা নেন রেখাও, একথা ফের একবার স্মরণ করিয়ে দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে মহিলাকে ওখানে (বসিরহাটে) প্রার্থী করেছে তারা নাকি কিছু পায় না। আমি বলে দিচ্ছি মিলিয়ে নিন, তিনি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার পান। আমরাই সেটা করে দিয়েছি। আমরা না করলে কোথায় পেতেন? একবার স্বীকার তো করুন।”মুখ্যমন্ত্রীর দাবি, সন্দেশখালি নিয়ে অপপ্রচার হচ্ছে। সেখানে জমিজমা সক্রান্ত কিছু গণ্ডগোল হয়েছে বটে, তবে সরকার সেসব নিয়ে ব্যবস্থাও নিয়েছে। মমতার বক্তব্য, “সন্দেশখালি নিয়ে বলছে, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালিতে জমিজমা নিয়ে কিছু গণ্ডগোল হয়েছিল। আমাদের পুলিশ গ্রেপ্তার করেছে। সব জায়গা ফিরিয়ে দিয়েছে। আমাদের প্রশাসন সব কাজ করেছে।”সন্দেশখালি ইস্যু তুলে ভোটের মুখে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি। সেকারণেই বসিরহাটে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে। মমতা এদিন তপনের সভা থেকে সন্দেশখালি নিয়ে বেশিরভাগ অভিযোগ উড়িয়ে দিলেন।