নিজস্ব সংবাদদাতা :- ভোটের মুখে কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সিপিএমের দলীয় কার্যালয়। মাথায় হাত দলীয় কর্মীদের। জগদ্দল বিধানসভার শ্যামনগর কাউগাছির ঘটনা। শ্যামনগর ফিডার রোডের ধারে দোল মাঠের কাছে কাউগাছি ১/৩ শাখা অফিস খুব পুরানো। রবিবার সকালের দিকে কয়েক সেকেন্ডের ঝড়ে তছনছ হয়ে গেল বামেদের এই কার্যালয়। উক্ত কার্যালয়ের টিনের ছাউনি উড়ে গিয়েছে। কার্যালয়ে থাকা টিভি, সিলিং ফ্যান ও মনীষীদের ছবি নষ্ট হয়ে গিয়েছে। শাখা সম্পাদক সুকান্ত দাস বলেন, প্রচন্ড বেগে ধেয়ে আসা ঝড়ে পার্টি অফিসের টিনের ছাউনি উড়ে গেছে। অফিসের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোটের মুখে অফিসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা সমস্যার সম্মুখীন হলেন। সুকান্তবাবু জানান, সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা যাবতীয় কাজকর্ম করে থাকেন। গত বছর অফিসটিকে মেরামতি করা হয়েছিল। ঝড়ে ফের ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়। দলীয় প্রার্থীকে বিষয়টি জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal