Breaking News

‘দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন, আপনার ধমকে ভয় পাই না!’প্রধানমন্ত্রীর ভাষা নিয়ে কড়া সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাঁকুড়ার রায়পুরে নির্বাচনী জনসভা করতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল জলপাইগুড়িতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪ জুনের পর দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তৎপরতা আরও বাড়বে৷ এদিন বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে তৃণমূল ভয় পায় না বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত কয়েক দিনের মতো সোমবারও কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ এবং ‘বিরোধীদের কণ্ঠরোধ’ করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। কেন্দ্রের শাসকদলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, “নতুন সংসদ ভবনকে জেলখানায় পরিণত করুন।” সম্প্রতি, বাংলায় প্রচারে মোদী বলেছিলেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন । কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এই ভাষা কি কখনও প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় ? তাঁর অনুরোধ, গণতান্ত্রিক ভাষায় কথা বলুন মোদী । প্রধানমন্ত্রীর হুমকি কোনওভাবেই তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন। কিন্তু হুমকি দেবেন না। আপনি হুংকার দিলে জানবেন, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার । মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরও সাংঘাতিক । আমরা যদি লড়াই করি, সেই লড়াই করার ক্ষমতা আপনাদের কারও নেই । ‘

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *