বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা :- নিজেদের দাবি-দাওয়া নিয়ে সোমবার বিক্ষোভে নামল বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষীরা | তাঁদের আলাদা রেশন ভাতা কেন?কারারক্ষীদের দু’রকমের কম্পেন্সাটরি পে কেন?এই প্ল্যাকার্ড নিয়েই এদিন বিক্ষোভ দেখান বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষীরা | সোমবার দুপুরে সংশোধনাগারের সামনে প্রায় ঘন্টাখানেক এই বিক্ষোভ চলে | তাঁদের দাবি নিয়ে আগামীদিনেও বিক্ষোভ চলবে বলেও জানান বিক্ষোভকারীরা |
এই সংশোধনাগারে মোট ১৮২ জন কারারক্ষী আছেন | এদিন কারারক্ষীরা বলেন,আমাদের কোন সরকারি ছুটি নেই,রেশন ভাতা আমাদের আলাদা এই সবের প্রতিবাদেই এই বিক্ষোভ | তাঁদের দাবি কারামন্ত্রীকেও জানানো হয়েছে বলেও জানান বিক্ষোভকারীরা| তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা |