সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- বিজেপি কর্মীর দোকানে হামলা ও কর্মীর পরিবার সদস্যদের মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। কাঁথির আঁউরাই অঞ্চলের বাসুদেব বেড়িয়া এলাকার এই ঘটনায় ফের উত্তপ্ত বাংলা। তবে অভিযোগের তীর গিয়েছে ফের তৃণমূলের দিকে। বুথ সভাপতি সচিদ্দানন্দন গিরির অভিযোগ, তার ওষুধ দোকানে তৃণমূলের মিছিল থেকে একদল হার্মাদ বাহিনী ব্যাপক ভাঙচুর চালায়।
এমনকি ওনার বাবাকে মারধর করা হয় ও স্ত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়। পরে গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিশ। কিন্তু এই গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা এর সঙ্গে কোনো ভাবেই তৃণমূল জড়িত নয়। এমনকি এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal