দেবরীনা মণ্ডল সাহাকলকাতা :-আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের উল্টোদিকে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা সৌমিত্রের স্ত্রী ছিলেন। যদিও তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। সোমবার রাইপুরে ভোট প্রচারে গিয়ে সেই সৌমিত্রের সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় দুটি লোকসভা কেন্দ্রেই ফুটেছে পদ্ম। এবার সেই আসন পুনরুদ্ধারে কার্যত মরিয়া তৃণমূল। সোমবার মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের কথা তুলে মুখ্যমন্ত্রী | তেমনই আবার নাম না করে দুই বিদায়ী সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, “বাঁকুড়া, বিষ্ণুপুর দুটি সিটই পেয়েছিল বিজেপি। কিছু করেছে? বাঁকুড়া, বিষ্ণুপুরের সাংসদ কিছু করেছেন? কতবার রায়পুরে এসেছেন?” এরপর নাম না করে সৌমিত্রকে হুঁশিয়ারি দেন মমতা। বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলে বলেন, “জানি না ডিভোর্স হয়েছে কিনা। তাঁর স্ত্রী দাঁড়িয়েছেন সেখানে। তাঁর ফটোগুলি খুলি? তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি নেতারা কত আদর্শবান। সব ছবি আছে আমার কাছে।” এর আগে সৌমিত্রকে নিয়ে নানা অভিযোগ শোনা গিয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের গলাতেও। যদিও সৌমিত্র খাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে বারবারই বলেছেন, এসব নিয়ে তিনি কিছু বলতে চান না। তবে বিষ্ণুপুরে দুই ‘প্রাক্তন’-এর ভোটের লড়াই ঘিরে নানা চর্চা চলছেই।