প্রসেনজিৎ ধর, কলকাতা :-অবাধ শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করুন। বাংলার ভোটে পুলিশই প্রধান প্রতিপক্ষ, নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নিয়ন্ত্রণ করতে আর্জি জানালেন বিরোধী দলনেতা।লোকসভা ভোটে বাংলার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে কমিশন। বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিনহাকে। সোমবার বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল। সেখানেই বাংলার নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাঁরা।বেরিয়ে শুভেন্দু বলেন, “আমরা ২১-এর বিধানসভা ভোটের পরবর্তী কথা জানিয়েছি। ভোটের পর ১২ হাজার মামলা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুর সিট গঠনের নির্দেশ দিয়েছেন। ৬১ এফআইআর সিবিআই করেছে। আমরা বিভিন্ন তথ্য দেখিয়েছি।” বিরোধী দলনেতার দাবি, আমরা বলেছি আজ পর্যন্ত ১৫টা রাজ্যে ভোট হয়েছে। কোথাও ভোটের দিন, ভোট গণনার দিন বা ভোটের পর হিংসার ঘটনা ঘটে না। একমাত্র বাংলা বাদে। এখানেই শেষ নয়। ভোটে হিংসার ঘটনার বিভিন্ন নথি তিনি তুলে ধরেছেন কমিশনে। বলেছেন, “২৩-এর পঞ্চায়েতের রেফারেন্স দিয়েছেন। কীভাবে ৮২০ কোম্পানি বাহিনী এসেছিল। ৫৫ জন মারা গিয়েছেন। প্রার্থী খুন হয়েছে। গণনা সেন্টারে কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি। প্রায় এক কোটি ভোটার ভোট দিতে পারেননি।” শুভেন্দুর নেতার কথায়, বাংলার মানুষ শান্তি চায়। সব রাজনৈতিক দল চায় যাতে শান্তিপূর্ণভাবে মিটিং-মিছিল-প্রচার করা যায়।