দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। মঙ্গলবার সকালে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ঢুকতে দেখা যায়। কেন হঠাৎ ইডি তাঁকে ডেকে পাঠাল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নেওটিয়া জানান, কোন বিষয়ে তলব করা হয়েছে, তা জানেন না। তলব পেয়ে দেখা করতে এসেছেন।প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে হর্ষ নেওটিয়া একবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। সেই সময় তাঁকে তলব করা হয়েছিল সারদা কাণ্ডের যোগে।উল্লেখ্য, কলকাতায় জন্মানো হর্ষ নেওটিয়া শিল্প মহলে খুবই পরিচিত নাম। তিনি অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর কর্ণধার। পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প ও শিল্প রয়েছে তাঁর সংস্থার। নির্মাণ কাজের সঙ্গেই বেশি যুক্ত হর্ষ নেওটিয়ার অম্বুজা গোষ্ঠী। কলকাতায় একাধিক নাম করা বহুতল তৈরি করেছে তাঁর সংস্থা। তবে হর্ষ নেওটিয়াকে কোন দুর্নীতির পরিপ্রেক্ষিতে তলব করা হয়েছে, তা ইডি সূত্রেও জানা যায়নি। এদিকে হর্ষ নেওটিয়াকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। প্রসঙ্গত, বর্তমানে একাধিক নিয়োগ দুর্নীতি মামলা সহ গরু পাচার, বালি পচার, কয়লা পাচরের মতো মামলারও তদন্তে রয়েছে ইডি। মূলত এই সব দুর্নীতিতে যে আর্থিক লেনদেন হয়েছে, তার সূত্র খুঁজে বার করাই ইডির কাজ। এই আবহে হর্ষ নেওটিয়াকে কেন ইডি তলব করল, তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।