প্রসেনজিৎ ধর :- প্রচারে বেরিয়ে এক যুবতীকে চুমু খাওয়ার অভিযোগ উঠল মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে। সেই ছবি পোস্ট করা হয়েছে তৃণমূলের এক্স হ্যান্ডেলে। সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করতেই হইচই পড়ে গিয়েছে জেলায়। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ খগেন। পাল্টা তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।সোশাল মিডিয়ায় খগেন মুর্মুর যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক মহিলার খোলা পিঠে হাত রেখে ঘনিষ্ঠভাবে তাঁর সঙ্গে হেঁটে যাচ্ছেন খগেন। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলাকে ধরে চুম্বন করছেন মালদহ উত্তরের প্রার্থী।আপত্তিকর এই ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরে তৃণমূলের তরফে লেখা হয়েছে, “যাকে আপনি দেখছেন, তিনি মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। প্রচারে বেরিয়ে ইনি মহিলাদের চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা করা সাংসদ থেকে শুরু করে বাঙালি মহিলাদের নিয়ে গান, বিজেপিতে নারীবিরোধী নেতার অভাব নেই। এভাবেই নারীদের সম্মানে ব্যস্ত মোদি পরিবারের সদস্যরা। ভেবে দেখুন, এরা ক্ষমতায় এলে কী করতে পারে।”এদিকে ছবি ঘিরে বিতর্ক চরম আকার নিতেই মুখ খুলেছেন খগেন মুর্মু। তাঁর দাবি, “ওটাই তৃণমূলের সংস্কৃতি। বাচ্চাকে সবাই আদর করে। ও বাচ্চা মেয়ে আমার খুব কাছের এবং পরিচিত। ঘটনার সময় মেয়েটির বাবা-মাও সঙ্গে ছিল। তৃণমূল ওই ছবি ফেসবুকে ভাইরাল করে নারী জাতিকে অপমান করেছে।”