প্রসেনজিৎ ধর :-অবশেষে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ওই কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী এস.এস.আলুওয়ালিয়া। আগামী ১৩ মে নির্বাচন আসানসোল কেন্দ্রে ৷ তার আগে বিস্তর জলঘোলার পর এই আসনে প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া ৷ ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল ৷ সেখানে আসানসোল থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি ৷ তবে তিনি পরদিনই সোশাল মিডিয়ায় জানান, লোকসভা নির্বাচনে লড়বেন না ৷ আসানসোলে প্রার্থী হিসেবে বঙ্গ বিজেপির আরও বেশ কিছু নাম উঠে এসেছিল ৷ তবে শেষমেশ দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়ার উপরেই ভরসা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ এদিকে এস.এস.আলুওয়ালিয়ার কেন্দ্র দুর্গাপুর-বর্ধমানে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসানসোলে মূলত বাঙালি, অবাঙালির বাস। হিন্দি ভাষাভাষী মানুষের ভোট বড় ফ্যাক্টর। সেখানে তৃণমূল প্রার্থী হিসাবে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহার উপরেই আস্থা রেখেছে শাসক শিবির। তাঁর বিরুদ্ধে প্রথমে তারকা ইমেজকে কাজে লাগিয়ে ভোটে জয়ের চেষ্টা করেছিল বিজেপি। সে কারণে ভোজপুরী তারকা পবন সিংকে প্রার্থী করা হয়েছিল। তবে তাঁর গানে বাংলার মহিলাদের অপমান করার অভিযোগ ওঠে। তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। তার জেরে প্রার্থীপদ প্রত্যাহার করে বিজেপি। সূত্রের খবর, এর পর ওই লোকসভা আসনে প্রার্থী খুঁজে পেতে বেশ খানিকটা ঝক্কি পোহাতে হয় পদ্মশিবিরকে।