দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই কলকাতায় রেড রোডে ইদের নমাজের মঞ্চে লেগেছে রাজনীতির রং। প্রতি বছরই নিয়ম করে সেখানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভা ভোটের মুখে এবারের ইদে রেড রোডের মঞ্চ থেকে সরাসরি ভোট প্রচার করলেন তিনি। ধর্মীয় মঞ্চকে ব্যবহার করলেন রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে ।জানিয়ে রাখলেন, ‘একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়।’ সবার ভোট যাতে তৃণমূল কংগ্রেসের দিকেই যায়, সেই বার্তাও দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি, এমনকী অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও সরব হলেন মমতা। মমতার সাফ বার্তা, ‘গায়ের জোর মানা হবে না।’রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলেন যে, এবারের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়াই করছে তাঁর দল তৃণমূল কংগ্রেসই। বললেন, ‘নির্বাচনের সময় মনে রাখবেন, আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে, আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে।’ সেই সময়েই উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশে বলে রাখলেন, একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়।এর পরই ফের রাজ্যে রাম নবমীতে দাঙ্গা লাগার আশঙ্কা প্রকাশ করেন মমতা। বলেন, ‘সামনেই নববর্ষ। তার পর অন্নপূর্ণা পূজা। আর এরা এর নামে দাঙ্গা বাঁধাতে চায়। কেউ দাঙ্গা করতে এলে আপনারা চুপ করে থাকবেন। মাথা ঠান্ডা রাখুন। ওদের দাঙ্গা করতে আমরা দেব না।’ এমনকী ইদের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সিকেও আক্রমণ করেন মমতা। বলেন, ‘একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ-কে পাঠিয়ে দেয়। সবাইকে গ্রেফতার করো। সবাইকে গ্রেফতার করতে করতে তোমার দেশই শূন্য হয়ে যাবে।’ মমতা দাবি করেন, ‘যতই চক্রান্ত হোক। টাকার খেলা হোক, নোংরামি হোক, রাম বাম শ্যাম হোক, ক্যা হোক। আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মা – মাটি – মানুষকে অনেক শান্তিতে রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।’