প্রসেনজিৎ ধর, হুগলি:-গার্ডেনরিচ কাণ্ডের ছায়া এবার কোন্নগরে | নির্মাণকাজ চলার সময় পাঁচিল ধসে মৃত্যু হল ২ জনের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উত্তরপাড়া থানার অন্তর্গত নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায়। সেখানে একটি পুরোনো বাড়ি ভেঙে বহুতল তৈরির কাজ চলছিল। শুরুতে ভিতের কাজ চলার সময় হঠাৎই সংলগ্ন পাঁচিল ধসে পরে। পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় এক জন শ্রমিকের। এক মৃতের নাম শ্যামল দাস(৪৮)। আহত হয় ২ জন। আহত দুজনকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় সোনা শীল(৩১) নামে এক শ্রমিকের। আহত সোনা শীলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করার সময় মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোনও রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। রাস্তার পাশে পুরোনো পাঁচিল গার্ড না করেই কাজ হচ্ছিল। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কানাইপুর ফাঁড়ির পুলিশ বাহিনী।বিরোধী বিজেপি বামের অভিযোগ, নিয়ম না মেনেই নির্মাণ চলছিল।পঞ্চায়েত এলাকায় জি প্লাস ফোর আবাসনের অনুমতি দেওয়া হয়েছে। অভিযোগ মানেনি তৃণমূল। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে। একটা মিটার ঘর ছিল পাঁচিলে সেটি ভেঙে পড়ে।”