Breaking News

অবশেষে পুরীতে খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপি নেতার ‘নিখোঁজ’ ছেলের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- ডায়মন্ড হারবারের বিজেপি পঞ্চায়েত সদস্যর নিখোঁজ ছেলের খোঁজ মিল পুরীতে। ১০ দিন ধরে নিখোঁজ ছিল ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের সাতগাছিয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য কৌশিক খাঁড়ার নাবালক ছেলে। খোঁজ মিললেও এই ঘটনায় এখনও রহস্যের জট কাটেনি। তবে সে বর্তমানে কথা বলার পরিস্থিতিতে নেই বলেই দাবি শঙ্কুদেবের। কিশোর নিখোঁজের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে।বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে শঙ্কুদেব দাবি করেছিলেন, গত ১ এপ্রিল থেকে ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার বিজেপি পঞ্চায়েত সদস্য ছেলে নিখোঁজ হয়ে যায়। নোদাখালি থানায় FIR দায়ের করতে যান বাবা-মা। অভিযোগ, পুলিশ এফআইআর জমা নিতে অস্বীকার করে। জাহাঙ্গির ও বুচানের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় পুলিশ। গত ৫ এপ্রিলও ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপি নেতার নিখোঁজ ছেলের। বুধবার রাতে কিশোরের পরিচিতের কাছে একটি ফোন আসে। সেই ফোনের সূত্র ধরে পুরীতে যান তার পরিবারের লোকজন। উদ্ধার কর হয়েছে কিশোরকে। শঙ্কুদেব পণ্ডা সাংবাদিক বৈঠক করে একথা জানান। কিশোরকে কে পুরীতে নিয়ে গেল, কেনই বা নিয়ে গেল – তা নিয়ে এখনও জটিলতা কাটেনি। এই ঘটনা নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে চলছে জোর কাটাছেঁড়া। শঙ্কুর অভিযোগ, “বাচ্চাটি এখন ট্রমায় আছে। তৃণমূল চাপ দিয়ে বাচ্চাটিকে হাতে নিতে চাইছে। দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা তৃণমূল করেছে।” বিষয়টি জাতীয় শিশু সুরক্ষা কমিশনে জানানো হবে বলে জানিয়েছেন শঙ্কু। আদৌ এর পিছনে কী রহস্য, সে বিষয়ে খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি জানাচ্ছেন শঙ্কু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *