প্রসেনজিৎ ধর, হুগলি:- নির্বাচনের নির্ঘণ্ট সামনে আসতেই ভোটের ময়দানে প্রচার চলছে জোরকদমে| এপ্রিলের কড়া রোদে মাথায় নিয়ে প্রচার করছেন প্রার্থীরা | এই আবহেই বৃহস্পতিবার পালিত হল খুশির ঈদ | ঈদের দিন প্রচার সারলেন শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জী |
এদিন তৃণমূলের কর্মী-সমর্থক সহ হুডখোলা গাড়িতে করে প্রচার সারলেন কল্যাণ ব্যানার্জী |এদিন ডোমজুড় বিধানসভার বাঁকড়া এলাকা, শ্রীরামপুর বিধানসভার রিষড়া এলাকায়, উত্তরপাড়া বিধানসভার ঘাসরা এলাকায় ঈদ উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় এদিন প্রচার ও জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী |বিশেষত সংখ্যালঘু এলাকায় বেশি প্রচার সারেন তিনি| এদিনের প্রচারে ভিড় ছিল চোখে পড়ার মতো |
এই কেন্দ্রে বাকি প্রতিদ্বন্দ্বীদের সে ভাবে পাত্তা দিতে নারাজ কল্যাণ ব্যানার্জী | তাঁর দাবি,এবার ভোটেও জিতবেন তিনি | কল্যাণের কথায়, ‘‘তিন বার জিতেছি ১৫ বছর রয়েছি | মানুষের জন্য কাজ করেছি |”