Breaking News

‘বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল, আমরা ধরে দিয়েছি’, বাংলায় জঙ্গি যোগের তত্ত্ব উড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের পর এবার বিজেপির মিডিয়া সেলের আচরণ নিয়ে বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্য পুলিশের পর এবার বিজেপির মিডিয়া সেলের আচরণ নিয়ে বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারের দিনহাটার নির্বাচনী মঞ্চ থেকে মমতা বলেন, “বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্তকে ২ ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি, তারপরেও বাংলার নামে কুৎসা করা হচ্ছে। বলছে বাংলা নাকি সেফ নয়?”কলকাতার উপকণ্ঠ থেকেই এনআইএ গ্রেফতার করেছে দুই জঙ্গিকে। আর জঙ্গি গ্রেফতারির পরই সুর চড়িয়েছে বিরোধীরা। বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে। এই নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “লোকগুলো কর্নাটকের। এখানকার নয় নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি।”বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক অমিত মালব্যর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ” ওদের একটা ফোড়নবাজ রয়েছে। সে বলেছে, বাংলা নাকি সেফ নয়! আরে তোদের উত্তরপ্রদেশ সেফ! বাংলার পুলিশ ২ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরে এনআইএর হাতে তুলে দিল। তারপরও কুৎসা করা হচ্ছে। আসলে বাংলা শান্তিতে থাক বিজেপি চায় না।”কমা, ডি এদিন কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকগুলি তো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোমার দিল্লি সেফ? উত্তর প্রদেশ সেফ? গুজরাট সেফ? বাংলার মানুষ শান্তিতে থাকে, সেটা সহ্য হয় না।”প্রসঙ্গত, শুক্রবার সকালেই এনআইএ দিঘার হোটেল থেকে গ্রেফতার করে আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিবকে। এরা দুইজনই গত ১ মার্চ বেঙ্গালুরুতে হওয়া রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত। বিস্ফোরণের পর থেকেই গায়েব ছিল দুইজন। গোপন সূত্রে খবর পেয়েই এদিন অভিযান চালায় এনআইএ|জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত পরিচয় গোপন করে কলকাতার কাছেই লুকিয়ে ছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *