দেবরীনা মণ্ডল সাহা :- কোচবিহার কেন্দ্রে ভোটের দিন গোলমাল পাকিয়ে বিএসএফকে দিয়ে ভোট করিয়ে নিতে পারেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক!নির্বাচনী প্রচারে সেই আশঙ্কা প্রকাশ করে তৃণমূলের উদয়ন গুহকে ‘ঠান্ডা’ থাকার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের একাংশকেও সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো।আজ কোচবিহারে ভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখছিলেন। হঠাৎই মঞ্চে উপস্থিত উদয়ন গুহর দিকে তাকিয়ে তিনি বলেন, “বি কুল। ও (নাম না করে নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে) তোমাকে গন্ডগোলে ফেলে ভোট বিএসএফ-কে দিয়ে করিয়ে নেবে। ভুলেও সেটা করো না” এরপরই রাজ্যের মন্ত্রীকে সতর্ক করেন। বলেন, “ভুল করতে দিও না। নিজেকে আগে থেকে তৈরি থাকো।”এরপর মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “মাথা ঠান্ডা রাখুন। শান্তি বজায় রাখুন।” বস্তুত, কোচবিহারে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। দু’জনই বরাবর দু’জনকে আক্রমণ করেন বিভিন্ন ইস্যু। কয়েকদিন আগেই দিনহাটায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। দুই মন্ত্রী খোলা রাস্তায় জড়িয়ে পড়েন বাক-বিতন্ডায়। পাশাপাশি তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে মারামারি-হাতাহাতি পর্যন্ত চলে। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি ঠান্ডা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal