সুবীর কর, বীরভূম :- নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি|আর ভোটের নিঘন্ট বাজার আগেই কোপাই নদীর উপর পারাপারের জন্য স্থায়ী ব্রীজের দাবীতে ভোট বয়কটের ডাক দিয়েছে শান্তিনিকেতন লাগোয়া আশপাশে ৬টি গ্রামের ভোটাররা | শেহালা,উত্তর শেহালা, কুঠিপাড়া,দর্পশীলা, বিদ্যাধরপুর এই গ্রাগুলোর গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবী কোপাই নদীর উপর স্থায়ী ব্রীজ তৈরীর |
এর জন্য প্রশাসনিকস্তরে বহুবার লিখিত আবেদন নিবেদন করা সত্ত্বেও কোন সদুত্তর না পাওয়ায় ওই এই সব গ্রামের মানুষজন জোটবদ্ধ হয়ে এইবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন | সোমবার গ্রামবাসীদের পক্ষে স্নেহাশীষ গোস্বামী এবং উত্তরা দাসের অভিযোগ, যুগ যুগ ধরে শেহালা গ্রামের কোপাই নদী পারাপারের জন্য স্থায়ী ব্রীজের আবেদন করেও ফল হয়নি| গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে শেহালা গ্রামে নদী পারাপারের জন্য অস্থায়ী বাঁশের সাঁকো বানিয়ে যাতায়াত করছে | প্রতি বছর বর্ষার সময়ে নদীতে জলের চাপ বাড়লেই বাঁশের সাঁকোটি জলে ভেসে যায়। তখন দুর্ভোগের সীমা থাকে না বলে অভিযোগ তাঁদের | তাঁদের দাবি,নির্বাচন সামনে আসলেই রাজনৈতিক দলগুলি নানান প্রতিশ্রুতি দিয়ে যায় | কিন্তু প্রতিশ্রুতি তাঁরা রাখেন না বলে অভিযোগও করেন গ্রামবাসীরা | তাই আসন্ন বিধানসভা নির্বাচনকে হাতিয়ার করে গ্রামবাসীরা জোটবদ্ধভাবে ভোট বয়কটের ডাক দেন |