সৃজিতা মুখার্জি :- এবার ডিম ভাত ইস্যু নিয়ে মমতাকে বিধলেন শুভেন্দু অধিকারী। এদিন শ্রীরামপুর নাগরিক মঞ্চের সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে তৃণমূল সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ” মা সরস্বতীর কাছে একটা প্রার্থনাই করবেন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বলেন। তিনি আত্মনির্ভর ভারতের কথা বলেন। আর মাননীয়া চাইছেন নির্ভরশীল বাংলা। তিনি ৫ টাকায় ডিম, ভাত খাওয়াচ্ছেন। বাংলার যুবসমাজ সেটা চায় না। তাঁরা চান নিজের মেধা দিয়ে উপযুক্ত কর্মসংস্থান, যাতে নিজের পরিবারকে স্বনির্ভরতা দিতে পারেন। এটাই সবার লক্ষ্য হওয়া উচিত। সবাই চান মাথা উঁচু করে বাঁচতে।”

প্রসঙ্গত গতকালই রাজ্য সরকারের নতুন উদ্যোগে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এদিন বর্ধমানে চা-চক্রে এসে দিলীপ ঘোষ বলেন, “৭০-৭২ সালে লঙ্গর চলত মানুষ খেতে পেতা না বলে। বর্তমানে মানুষের কাছে টাকা-পয়সা না থাকায় ৫ টাকায় মা ক্যান্টিন চালাতে হচ্ছে। এতে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন যে, প্রশাসক হিসাবে তিনি ব্যর্থ। রাজ্যের মানুষকে ভিখারি করে রেখেছেন তিনি৷ তাই পাঁচ টাকা দিয়ে সরকারি ক্যান্টিনে খেতে হবে মানুষকে।”
Hindustan TV Bangla Bengali News Portal