Breaking News

‘‌কোনও বিজেপি নেতার হেলিকপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে?‌’‌অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে সরব মমতা!

প্রসেনজিৎ ধর :- রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালায় আয়কর। এই নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এবার কোচবিহারের সভা থেকে বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশটাকে বিক্রি করে দিয়েছেন। ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে স্বৈরাচারী খেলা করছেন। সকলের দুয়ারে ইডি,সিবিআই পাঠিয়ে দিচ্ছে। অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তার আগে হেলিপ্যাডে পাঠিয়ে দেওয়া হয় ইনকাম ট্যাক্স বাবুদের। হেলিকপ্টারে নাকি সোনা আর টাকা নিয়ে আসছে! আমি বলি ওটা আমরা করি না, ওটা বিজেপি করে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?’এরপরেই মমতার মন্তব্য, ‘‘সেখানে নাকি সোনা আর টাকা আছে। আমরা ও সব নিয়ে ঘুরি না। ওটা বিজেপি করে। আমাদের কিছু প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব।’’প্রসঙ্গত, আয়কর হানার বিষয়ে ইতিমধ্যেই কমিশনের কাছে নালিশ করেছে তৃণমূল৷ ইতিমধ্যেই অভিষেকের হলদিয়া যাওয়ার আগে তাঁর কপ্টার পরিদর্শন করে গিয়েছেন খোদ নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য। বেহালা ফ্লাইং ক্লাবে ওই হেলিকপ্টারে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে আসেন। তাঁরা জানান, তাঁদের সেখানে যেতে বলা হয়েছিল। যদিও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তল্লাশির কাজ শুধু অভিষেক নয়, নির্বাচনের সময় সব নেতানেত্রীদের ক্ষেত্রেই হচ্ছে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লিখেছিলেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *