দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অস্বস্তিকর গরমে পুড়ছে বাংলা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত রাজ্যজুড়ে। এমনিতেই গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের| বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বাড়বে। এর মধ্যে আটটি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা |হাওয়া অফিস সূত্রে খবর, ১১ জেলার পাশাপাশি কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। শুষ্ক পশ্চিমী হাওয়ার কারণে গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু-এর মতো পরিস্থিতি। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪২ ডিগ্রির ঘরে। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই খবর। তবে মালদহ উত্তর ও দক্ষিণ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি।শুক্রবার ভোট হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তিন জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দিন।
Hindustan TV Bangla Bengali News Portal