দেবরীনা মণ্ডল সাহা :- রাত পোহালে রামনবমী। তার আগে বালুরঘাটে প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনবমীর দিন ‘সংঘর্ষের দিন’ বলে আগেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় এসে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে রামনবমী হচ্ছে। ওরা রামনবমী আটকানোর জন্য বহু ষড়যন্ত্র করেছে।’ বালুরঘাটে লোকসভা ভোটের প্রচার সভা থেকে শ্লোগান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালুরঘাট বিমানবন্দর থেকে শুরু করে আদিবাসী দলিত ও মহিলাদের উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি পূরণের একাধিক আখ্যান দেওয়ার পাশাপাশি ইডি সিবিআই এর রাজ্যে বারংবার হেনস্থা নিয়ে সোচ্চার হন মোদি। আগামী ৪ জুন কী হবে লোকসভা ভোটে বিজেপির ফল তা নিয়েও ভবিষ্যৎবাণী করেন মোদি। তাঁর কথায়, “৪ জুন ৪০০ পার। মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি। প্রধানমন্ত্রী আরও বলেন, “বালুরঘাট বিমানবন্দরের জন্য বিজেপি অনেক চেষ্টা করেছে কিন্তু এখানকার তৃণমূল সরকারের ইচ্ছেই নেই বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি হোক। গত ১০ বছরে বাংলায় তৃণমূলের প্রবল বাধা সত্বেও উন্নয়নে বাংলার পাশে থেকেছে কেন্দ্র এমনটাই জোরালো দাবি মোদির।বালুরঘাটে মোদীর মুখে বিদায়ী সাংসদ সুকান্তের প্রশংসা শোনা গেল। তিনি বলেন, ‘‘গত পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সুকান্ত। এ বার তাই ভোটটা ওঁকেই দিন। রেকর্ড ভোটে জেতান। আর পশ্চিমবঙ্গের প্রতি ঘরে মোদীর বার্তা পৌঁছে দিন।’’