Breaking News

তৃণমূলের নালিশের পরেই উত্তরবঙ্গ সফর বাতিল রাজ্যপালের!‘দাবার বোড়ে হতে চাই না’ উত্তরবঙ্গ সফর বাতিল করে মন্তব্য রাজ্যপালের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলের তরফে নালিশের পর নির্বাচন কমিশনের তরফ থেকে আবারও অনুরোধ। অবশেষে ভোটের আগের দিন আলিপুরদুয়ার যাওয়ার সফরের সিদ্ধান্ত বদল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর আগেও অনুরোধ জানিয়েছিল নির্বাচন কমিশন। আজ আবারও উত্তরবঙ্গ সফর না করার জন্য অনুরোধ যায় রাজ্যপালের কাছে। এরপরেই সিদ্ধান্ত বদলের কথা জানানো হয় রাজভবন সূত্রে।বৃহস্পতিবারই রাজ্যপালের রাজ্যপালের সফর নিয়ে নির্বাচন কমিশনের নালিশ করেছিল তৃণমূল। তাদের অভিযোগ ছিল, নির্বাচনী বিধি ভেঙে ভোটের দিন এবং আগের দিন উত্তরবঙ্গের লোকসভা ক্ষেত্রে সফর করতে চলেছেন রাজ্যপাল বোস। অন্য দিকে, রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ‘‘রাজভবনের সঙ্গে আমার কথা হয়েছে। রাজ্যপাল একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন!’’সেই বিতর্কের পরই রাজভবনের তরফে একটি বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্ত বদলের কথা জানান রাজ্যপাল। তিনি লেখেন, ‘‘মানুষের পাশে থাকব বলেই ভোটের সময় পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমার সেই সফরের রাজনীতিকরণ হচ্ছে। আমার দফতরের মর্যাদা কাউকে নষ্ট করতে দেব না। সংবিধান অনুযায়ী রাজ্যপালের গতিবিধি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমি নিজেকে রাজনীতির বোড়ে হিসাবে ব্যবহার করতেও দেব না।’’রাজ্যপালের সিদ্ধান্ত বদলের কথা জানানো হয় রাজভবন সূত্রে।তাঁর বিবৃতিতে রাজ্যপাল জানান, “আমি আমার চারপাশে অস্বস্তিকর রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না। আমি ইমেল/টেলিফোন 24×7 এর মাধ্যমে পিস রুমে রাজ্যের মানুষের কাছে উপলব্ধ রয়েছি। অস্বাস্থ্যকর রাজনৈতিক প্রভাবের কারণে আমি আজ উত্তরবঙ্গ সফর প্রত্যাহার করছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *