প্রসেনজিৎ ধর :-ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রগুলি হল আলিপুরদুয়ার (তফসিলি জনজাতি অধ্যুষিত), জলপাইগুড়ি (তফসিলি জাতি অধ্যুষিত) এবং কোচবিহার (তফসিলি জাতি অধ্যুষিত) কেন্দ্রে। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে লোকসভা ভোটের প্রথম দফায় দেশের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে |
প্রথম পর্বের ভোটে দফায় দফায় উত্তেজনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। জেলার নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি থেকে লাগাতার এসেছে অশান্তির ছবি। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে আটকের চেষ্টা করে পুলিশ। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি।মহামন্দা গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাঁর গাড়ি আটকানোরও অভিযোগ উঠেছে। মুহূর্তেই তপ্ত হয়ে যায় এলাকা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় |সূত্রের খবর, বুথে ঢোকেননি শিখা। কিন্তু, বুথের ২০০ মিটারের মধ্যে যেতেই বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা পেয়ে ওই জায়াগাতেই অনুগামীদের নিয়ে বসে পড়েন শিখা। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় পুলিশের। এই ঝামেলার মাঝে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখানোর দাবি করেন পুলিশের কাছে। একই কথা শোনা যায় বিজেপি কর্মীদের মুখেও। তাঁদের দাবি, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনওভাবেই তাঁরা তাঁদের বিধায়ককে নিয়ে যেতে দেবেন না। কেন শিখা চট্টোপাধ্যায় বুথে গেলে আপত্তি জানাচ্ছে পুলিশ? এই প্রশ্ন তুলে সুর চড়ান বিজেপির কর্মী-সমর্থকেরা। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া শিবিরের কর্মীরা।
Hindustan TV Bangla Bengali News Portal