Breaking News

ভোটের দিন মর্মান্তিক মৃত্যু ধূপগুড়িতে !দলের ক্যাম্পে অসুস্থ হয়ে মৃত্যু একনিষ্ঠ সিপিএম কর্মীর

দেবরীনা মণ্ডল সাহা :-ভোট কেন্দ্রের বাইরে মৃত্যু হল সিপিআইএম নেতার। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। ধূপগুড়ি ব্লকের বিনয় সাহা মোড় এলাকায় ১৫/১২৪ নং বুথের বাইরে থাকা সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন সিপিএম নেতা প্রদীপ দাস (৫৮)। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি দলীয় কর্মী সমর্থকরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নির্বাচন শুরুর আগেই এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছিল। কোচবিহারের মাথাভাঙায় কর্তব্যরত ছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক সিপিএম কর্মীর আকস্মিক মৃত্যুর খবর এল। এলাকার সিপিএম নেতা জয়ন্ত মজুমদার বলেন, “কালও অনেক রাত পর্যন্ত পার্টির কাজ করছে। সকাল থেকেই পার্টির কাজকর্ম করছিল। আচমকাই অসুস্থ হয়ে যায়। দ্রুত হাসপাতালেও নিয়ে আসা হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা জানান মারা গিয়েছে। ওর বাড়িতে এখন স্ত্রী, ছেলে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ও আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী। দীর্ঘদিন থেকে পার্টির কাজ করত। এভাবে আচমকা ও চলে যাবে ভাবতে পারিনি। খুব খারাপ লাগছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *