নিজস্ব সংবাদদাতা :- মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার থানা ঘেরাও ও রেল অবরোধের ডাক দিল বামেদের ছাত্র সংগঠন | ১০টি বাম ছাত্র যুব সংগঠন আগামী ১৭ ফেব্রুয়ারি সমস্ত থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে | তার পরের দিন অর্থাৎ ১৮ ই রাজ্যের সর্বত্র চলবে রেল অবরোধ | মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে বামেদের ছাত্র সংগঠনগুলি জানায়, বুধবার রাজ্যজুড়ে থানা ঘেরাও করবে তারা | বিকেল চারটেয় এই কর্মসূচির ডাক দেওয়া হয় | অন্যদিকে ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় রাজ্যের সর্বত্র রেল অবরোধের ডাক দেয় | মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় এসএফআই, ডিওয়াইএফআই একযোগে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছে | প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বামেদের ছাত্র যুবর নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয় কলকাতা | ছাত্রদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে| বামেদের দাবি, সেই লাঠির আঘাতেই সোমবার মৃত্যু হয় চিকিৎসাধীন ডিওয়াইএফআই কর্মী বাঁকুড়ার কোতুলপুরের মইদুল ইসলাম মিদ্যার | সোমবার দিনভর দফায় দফায় বিক্ষোভ দেখায় বামেরা |