দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার মালদহের গাজলের নির্বাচনী সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন, আপনাদের হয়ে আমি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছি বলে।”শনিবার মালদায় লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোলের মহাবিদ্যালয়ের মাঠে তিনি এদিন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন। এদিনের সভা থেকে একাধিক বিষয়ে বিজেপিকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ‘এক নেতা এক দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার। মাংস খাবেন না খবরদার। ডিম খাবেন না। জবরদার, যা বলবে তা শুনতে হবে! কে কী বলবে তা আপনারা কেন বলবেন! আপনারা কেন শুনবেন! আমাদের এখানে মায়েরা নীল ষষ্ঠী, শীতলা ষষ্ঠী করে না! সেদিন কি তাঁরা উপোস করে না! উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে শুনেছি বন্ধ করে দিয়েছে। বাংলায় কিছু করতে পারে না কেন জানেন? কারণ এখানে আমি আপনাদের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার আছি। এখানে হাত ছোঁয়াতে দেব না। ‘কেন এত দিন ধরে ভোট? এ বিষয়ে কমিশন এবং বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘বিজেপি আসলে মানুষের কষ্ট বোঝে না। তাই কাঠফাটা রোদে প্রতি বার ভোট ফেলা হয়। আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয়। মোদী প্লেন ব্যবহার করেন। সব সুবিধা নেন।’’১০০ দিনের টাকা যেভাবে রাজ্য মিটিয়েছে একইভাবে ভোটের পর আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও রাজ্য দেবে জানিয়ে বিজেপির আনা দুর্নীতির অভিযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, “বলছে, বাংলা নাকি দুর্নীতি করেছে! ক্ষমতা থাকলে বাংলা, বিহার, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের শ্বেতপত্র প্রকাশ করো। দেখিয়ে দেব, কে দুর্নীতি করেছে।”