প্রসেনজিৎ ধর :-সবেমাত্র তিনটি আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে শুক্রবার। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে গতবার জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। এবার তিনটে আসনের তিনটেই জিতবে তৃণমূল কংগ্রেস। শনিবার, রায়গঞ্জের নির্বাচনী প্রচার সভা থেকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আপনাদের বলছি, কাল উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন ছিল। আপনারা দেখেছেন… বাংলা বিরোধীদের ঘরে কাল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মা, বোন, ভাইরা সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ২৬ তারিখ আপনাদের সময়, যে যে ভাষায় শিখবে, তাঁকে সেই ভাষায় শিক্ষা দিন।’অভিষেকের কথায়, শুক্রবারের প্রথম দফার তিন লোকসভার আসনে তৃণমূলই জিততে চলছে। সঙ্গে রায়গঞ্জের ভোটারদের উদ্দেশে অভিষেক বলেন, ‘একবারই সুযোগ মিলছে, জানি না, শেষে এঁরা ( বিজেপি) নির্বাচনে জিতে গেলে এঁরা আর ভোট করতে দেবে কিনা। আপনার অধিকার বোঝার জন্য ২৬ তারিখ সুযোগ মিলবে।’রায়গঞ্জ এবার বিজেপি থেকে আসা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কেন কৃষ্ণ কল্যাণীকে এখান থেকে প্রার্থী করা হল? সেই বিষয়েও এদিনের সভা থেকে জবাব দেন অভিষেক। অভিষেক বলেন, ‘আমরা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছি, কারণ উনি বিজেপি থেকে এসেছিলেন, তারপরেই ওঁর বাড়িতে আইটি তল্লাশি হয়। দুদিন ধরে তল্লাশি চলেছে। তারপরেও তিনি মাথা নিচু করেননি। উনি লড়াই চালিয়ে গিয়েছেন। যিনি মাথা উঁচু করে লড়াই চালিয়েছেন, তাঁকেই নির্বাচিত করা উচিত।’
Hindustan TV Bangla Bengali News Portal