Breaking News

সরস্বতী পুজোয় যুগলে ঘুরতে দেখলে ব্যবস্থা’, উত্তরপাড়ায় হুঁশিয়ারি পোস্টার ‘বজরং দলের’

নিজস্ব সংবাদদাতা :- সরস্বতী পুজোয় জুটি বেঁধে ঘুরতে দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির উত্তরপাড়ায় | এই পোস্টার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় | পোস্টারের তলায় লেখা বজরং দলের নাম | পোস্টারে লেখা, বসন্ত পঞ্চমী মা সরস্বতীর আরাধনা করার দিন | পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে এই পুণ্য দিনটি নষ্ট হয়ে যাচ্ছে | কিছু মানুষ এই দিনটিকে বাংলির ‘ভ্যালেন্টাইনস ডে’তে রূপান্তরিত করছেন | এটা একদমই সমর্থন ও গ্রহণযোগ্য নয়। যদি এদিন কাউকে জুটি হিসেবে ঘুরে বেড়াতে দেখা যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে | পোস্টারে আরও উল্লেখ, সরকারে আসার পর এধরনের বিচ্যুতি রুখতে কড়া আইনও আনা হবে | এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে | সরস্বতী পুজোর দিনটিকে আদিকাল থেকে অনেকেই বাঙালির প্রেমের দিন হিসেবেও উল্লেখ করে থাকেন | যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, “বজরং দল ভারতীয় জনতা পার্টির কোনও শাখা সংগঠন নয় | তারা কী লিখছে, তা তো আমরা বলতে পারব না | হ্যাঁ এটা সত্যি যে, আজ সরস্বতী পুজোর দিন | এটাকে আমরা ভ্যালেন্টাইনস ডে হিসেবে মানি না | এটা ভারতের সংস্কৃতি নয়, সেটা একদমই ঠিক | তবে বজরং দল আমাদের কোনও শাখা সংগঠন নয়। পোস্টারের দায়িত্ব বজরং দলের|” পোস্টার ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে এলাকায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *