নিজস্ব সংবাদদাতা :- ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের অন্তর্গত হলদিবাড়ি জঙ্গলে হাতির হামলায় হলদিবাড়িতে মৃত্যু হল ৩ জনের | মর্মান্তিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হলদিবাড়ি এলাকায় | এই প্রথম একসাথে এতজনের মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গে | খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা ও বানারহাট থানার পুলিশ |ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করেন তারা | জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ডুয়ার্সের খুট্টিমারি জঙ্গলে জ্বালানি আনতে বা ঘাস কাটতে গিয়েছিলেন একদল মহিলা বলে জানা গেছে | মরাঘাট রেঞ্জের হলদিবাড়ি জঙ্গলের সিএমজি ৬ নম্বর কম্পার্টমেন্ট দিয়ে ফেরার সময় আচমকাই তাঁদের সামনে চলে আসে একটি দাঁতাল হাতি | অনেকে পালাতে সক্ষম হলেও, এই ৩ জন মহিলা আর পালাতে পারেননি | প্রাণে বাঁচতে দাঁতাল হাতিটির সঙ্গে রীতিমত লড়াই করেন ৩ জন | কিন্তু আপ্রাণ চেষ্টা করেও শেষরক্ষা হয়নি | নিজেদের বাঁচাতে ব্যর্থ হন তাঁরা | ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের | জানা গিয়েছে মৃতরা হলেন ৪৯ বছরের ভাদো ওঁরাও,৬২ বছরের সুগি বরাইক এবং ৫৫ বছরের বিরশি ওঁরাও | ৩ জনই হলদিবাড়ি চা বাগানের বরা লাইন ও মিশন লাইনের বাসিন্দা বলে জানা গেছে | বনদফতরের কর্মীদের নজর এড়িয়ে কীভাবে সাধারণ মানুষ জঙ্গলে প্রবেশ করতে পারে? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা |