Breaking News

‘কেন চকোলেট বোমা ফাটলেও এনএসজির দরকার পড়ে, যেন যুদ্ধ হচ্ছে!’সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়েই প্রশ্ন মমতার

প্রসেনজিৎ ধর :-সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনার সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আসানসোলের কুলটির জনসভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তুললেন, সিবিআই, এনএসজি গাড়ি করে নিয়ে ওই অস্ত্র সাজিয়ে রাখেনি, তার প্রমাণ কী?তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শনিবার কুলটিতে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বাংলায় একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ, সিবিআই, এনএসজি। যেন যুদ্ধ হচ্ছে। রাজ্য পুলিশকে জানায়নি। কী কী পাওয়া গিয়েছে জানা যায়নি। এটাও তো হতে পারে ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল। বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে। এটা আমাদের চ্যালেঞ্জ বোমা মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না।” কুলটিতে এ দিন দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার সারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদিবাবু গরিবদের উপরে এত অত্যাচার করেন কেন? ওষুধ, রান্নার গ্যাস, আলু, পটল সবকিছুর দাম বেড়েছে৷ সবকিছুর দাম বাড়িয়েছেন, কিন্তু আপনার নিজের দামটাই তো কমে গিয়েছে৷ মানুষ তো আপনাকে আর বিশ্বাস করেন না৷ হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘বম্ব মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে চাইছে৷ আমাদেরও চ্যালেঞ্জ এভাবে ভোটে জিততে দেব না৷’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *