দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হেলিকপ্টারে উঠতে গিয়ে ফের বিপত্তি। হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আসানসোলে প্রচারে যাওয়ার সময়ে হেলিকপ্টারে উঠতে যান তিনি। তখনই ঘটে বিপদ। তবে সুস্থই আছেন মুখ্যমন্ত্রী। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে তিনতারা হোটেল থেকে দুপুর ১:১৫ মিনিটে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়।গাড়িতে করে গান্ধী মোড়ে ডিএমসি ময়দানে হেলিপ্যাডে আসেন তিনি। এরপর হেলিকপ্টারের ভিতরে ঢুকতেই গিয়েই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়।পিছনে তার নিরাপত্তা রক্ষী মুখ্যমন্ত্রীকে ধরে তুলে দেন। তারপরেই তিনি বসে পড়েন। বড়সড় বিপদ থেকে রক্ষা মিললেও মুখ্যমন্ত্রী সামান্য চোট পেয়েছেন বলেই সূত্রের খবর।
কিন্তু খানিকক্ষণের মধ্যে সামলে নিয়ে মুখ্যমন্ত্রী তারপরেই রওনা দেন আসানসোলের কুলটির উদ্দেশ্যে।লোকসভা ভোটের প্রচারে গত ৩১ মার্চ থেকে জেলায় জেলায় প্রচার করছেন মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যে উত্তরবঙ্গ ঘুরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে নির্বাচনী সভা সেরেছেন তিনি। শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জোড়া নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিপত্তি।বিগত বেশ কয়েকদিন ধরে তীব্র দাবদাহের মধ্যে একটানা রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটি দফা নির্বাচন সবে মাত্র শেষ হয়েছে। গত কয়েকদিন আগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রচন্ড গরম। সবাই ভাবছে হেলিকপ্টারে করে উনি যাতায়াত করেন। কিন্তু হেলিকপ্টার এর ভেতরটা হিট চেম্বার হয়ে থাকছে। গরমে শরীরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে।” আর এদিন হেলিপ্টারে উঠতে গিয়েই ঘটে অঘটন।