দেবরীনা মণ্ডল সাহা :-সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর কিষাণ মান্ডি মাঠে তৃণমূলের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে সিএএ-এনআরসি নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |মুখ্যমন্ত্রী এদিন সভা মঞ্চ থেকেই বলেন, “আজ এখানে গরম ৪৪ ডিগ্রি তাপমাত্রা। হিট ওয়েভে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে। আগে আমি কখনও দেখিনি তিন মাস ধরে নির্বাচন চলছে। নির্বাচনে কত মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের একজন জেলা পরিষদের প্রার্থীর মৃত্যু হয়েছে এই তীব্র দাবদাহের কারণে। আমাদের যাঁরা মারা যাচ্ছেন, কই তখন তো ইডি বা সিবিআই আসছে না?” জনসভা থেকে তিনি কার্যত দাবি করলেন, দুটি দফার নির্বাচনে বিজেপি পুরোপুরি পর্যুদস্ত হয়েছে।জনসভার মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করতে আবারও কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ টানেন মমতা। বলেন, ”বিজেপি সরকার হচ্ছে অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি। এজেন্সি ছাড়া তো এক পা চলে না বিজেপি। সবাইকে ভয় দেখায় ফোন করে, হয় এনআইএ করে দেব, সিআইএ করে দেব।” মমতা তাঁর সভায় আসা কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ”ওদের বলুন, যে দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা এপাস-ওপাস-ধপাস হয়েছো। আর বাকি যে পাঁচটা ফেজ হবে তার জন্য বুক দুরুদুরু করেছে।”সিএএ-এনআরসি নিয়ে তোপ দেগে মমতা বলেন, “আমরা এনআরসি বাংলায় করতে দেব না। এদের কাজ নেই কর্ম নেই, একশো দিনের কাজের টাকা কোথায় গেল। তৃণমূল যে একশো দিনের টাকা চুরি করেছে তার প্রমাণ দেখান। বাংলায় ভোট চাইবার আগে ও চোর বলার আগে নিজে শ্বেতপত্র দেখান। গরীব মানুষ খেতে পাচ্ছেন না। তিন বছর ধরে মোদি একশো দিনের কাজে টাকা আটকে দিয়েছেন। গায়ের জোরে এনারসি করতে গিয়েছিল। আমি আটকে দিয়েছি। ভোট কাটাকাটি বাংলায় করবেন না। বিজেপির বিরুদ্ধে সকলেই বিরক্ত।”