নিজস্ব সংবাদদাতা :-বাংলায় ভোট প্রচারে এসে তৃণমূল সরকারকে নিশানা যোগী আদিত্যনাথের। পাশাপাশি ফের একবার সোনার বাংলা গড়ে তোলার জন্য বিজেপিকে জয়ী করানোর আবেদন জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।এদিন অতীতে রামনবমীতে বাংলার বুকে হওয়া অশান্তির প্রসঙ্গও তোলেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, ‘আমি বাংলার সরকারের কাছে জানতে চাই, রামনবমীর অনুষ্ঠানে বাংলায় অশান্তি কেন হয়েছে? অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে এখানকার সরকার কেন তদন্ত করেনি? যদি এই অশান্তিকারীরে উত্তরপ্রদেশে এমন ধরনের অত্যাচার করত, তাহলে এতদিনে এদের উলটো ঝুলিয়ে ঠিক করে দিতাম আর তাদের এমন হাল করে দিতাম, যে ওদের ৭ পুরুষ ভুলে যেত অশান্তি কেমন হয়।’এদিন শক্তিপুরে ভোট প্রচারে এসে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন, “সোনার বাংলা গড়তে ভোট দিতে হবে বিজেপিকে। যেমন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব, মার্গ দর্শন ইউপি পাচ্ছে। পুরো দেশে একটাই স্বর। ১৫১ সিটে এখনও ভোট হয়েছে। ৪ জুনে পরিণাম এলে দেখা যাবে। পুরো দেশে ৪০০ পার। রাম ছাড়া ভারতীয় জীবন পদ্ধতিতে কিছু হয় না।” আশ্বাসের সুরে বলেন,”সোনার বাংলা চাইলে মোদীর নেতৃত্বে জনতা পার্টির সরকার নিয়ে আসুন। বিজেপি সুরক্ষার আশ্বাস দেয়। বিজেপি সম্প্রীতির আশ্বাস দেয়। সন্দেশখালিতে অপরাধীদের শাস্তি দেওয়ার কাজ বিজেপি করবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলার পুত্র। তাঁর স্বপ্নকে সফল করতে বিজেপিকে ভোট দিন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা বানাতে বিজেপিকে ভোট দিন। যে কাজ কংগ্রেস, তৃণমূল করতে পারে না, সেই কাজ বিজেপি করে। ঠিক যেমন ৫০০ বছর পর রামমন্দিরের নির্মাণ হয়েছে। ৫০০ বছর পর মোদীর প্রচেষ্টাতেই অযোধ্যায় এটা রামমন্দির হয়েছে। বাংলায় বিজেপি জিতলে দাঙ্গাবাজ, সন্দেশখালির অপরাধীদের শাস্তি হবে।”