নিজস্ব সংবাদদাতা :- নিবার্চন আসন্ন | তার আগে শাসক বিরোধী তরজায় উত্তপ্ত | নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে বাড়ছে হিংসার ঘটনা বাড়ছে | বিজেপি করার অপরাধে তুফানগঞ্জের দলীয় কর্মীর সুতোর গোডাউন জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা বলে অভিযোগ| অভিযোগের তির তৃণমূলের দিকে | জানা গেছে, মঙ্গলবার রাত দুটো নাগাদ তুফানগঞ্জের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী দীপক দাসের সুতোর গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ | মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে যায় গোডাউন |
স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি | খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে | তবে দোকানে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি দীপক দাসের | বিজেপি কর্মী দীপক দাসের অভিযোগ, “আনুমানিক ৬-৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে| বিজেপি করি বলে তৃণমূল আমার সুতোর গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে |” ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, “এই এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে | সেই অশান্তির জেরেই এই কাণ্ড ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই |” যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, “আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই | তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে | পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা |” রাতের এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে চিলাখানা এলাকায় কোচবিহার থেকে অসমগামী ৩১ নাম্বার জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা | পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে |