নিজস্ব সংবাদদাতা :- সাত সকালে ফের বিরোধী পক্ষকে দুষলেন দিলীপ ঘোষ। এদিন প্রাতঃভ্রমণ সেরে পরে যোদপুর পার্কে চা চক্রে যোগ দিয়েই গতকাল আদিগঙ্গায় নেমে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এদিন বলেন, “শিক্ষকদের যে দুরাবস্থা এই রাজ্যে আন্দোলনের জন্য হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে, রাজ্যজুড়ে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে। মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছে। ওই দুর্গন্ধযুক্ত নালায় কত সমস্যায় পড়লে মানুষ নামে। গত নির্বাচনে কংগ্রেস হাফ আর সিপিএম সাফ হয়েছে, এবার দুজনেই একই অবস্থা হবে। ৬ বছর আগে টেটের পরীক্ষা হয়েছে, ছয় বছর পরে আবার ইন্টারভিউ হচ্ছে। হাস্যকর পরিস্থিতি হচ্ছে। বাম এবং কংগ্রেসের জোট প্রক্রিয়া সম্পন্ন, তবে আব্বাস সিদ্দিকির দল হাতে থাকবে কিনা তা নিয়ে তারা এখনও দোলাচলে, এই জোট সাধারণ মানুষের না কয়েকজন নেতার অস্তিত্ব রক্ষার জোট।” এমনকি এদিন রাজ্যের শাসক দলকে কটাক্ষের পাশাপাশি তিনি এও জানান, গতকাল উত্তরপাড়ায় সরস্বতীর পুজোয় হুঁশিয়ারি দিয়ে যে পোস্টার পড়েছে এটা নিয়ে বজরং দলকে দলকে আগে জিজ্ঞেস করতে হবে আদৌ ওরা এটা করেছে কিনা। কারণ এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র।