প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুরে প্রায় নিয়ম করে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের পোস্টার ছেঁড়া হচ্ছে কিংবা বিকৃত করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। এই মর্মে পুলিশের কাছে দায়ের হল লিখিত অভিযোগ। আর অভিযোগটি দায়ের করেছে ৯৬ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদয় সিংহ রায়।পুলিশের কাছে জমা দেওয়া লিখিত ওই অভিযোগ পত্রে দাবি করা হয়েছে, যাদবপুর এইটবি সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের ব্যানার পোস্টার ছেড়া হচ্ছে। নিয়ম করে সেই পোস্টার ছেড়া হয়েছে। তৃণমূলের অভিযোগের তীর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একাংশের উপর।যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবারে প্রার্থী করেছে সায়নী ঘোষকে। বিপরীতে রয়েছেন সিপিএমের রাজ্য কমিটির নতুন সদস্য তথা এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্মসম্পাদক সৃজন ভট্টাচার্য। তৃণমূলের যাদবপুরের নেতা উদয় সিংহ রায়ের অভিযোগ, “যাদবপুর এইটবি সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে প্রায় প্রতিদিন নিয়ম করে সায়নীর পৌস্টার ছেঁড়া হচ্ছে। পরাজয় নিশ্চিত বুঝে যাদবপুরের একাংশ পড়ুয়াকে দিয়ে এই কাজ করছে সিপিএম।” তবে, এই অভিযোগে অবশ্য আমল দিতে নারাজ যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অভিযোগের কথা শুনে পাল্টা সৃজন বলেন, “যাদবপুরের বিধায়ক দোর্দণ্ডপ্রতাপ। কার সাধ্য ওনার অঞ্চলে ওনাদের প্রার্থীর পোস্টার ছেঁড়ে? আমরা উল্টে বলছি আমাদের পোস্টার প্রতিদিন ছিঁড়ে দিচ্ছে তৃণমূল। ওইসব মিথ্যে অভিযোগ দিয়ে প্রচার পেতে চাইছে।” তৃণমূলের পাল্টা বক্তব্য, পায়ের তলার মাটি না পেয়ে পোস্টার ছিঁড়ে প্রতিহিংসা চরিতার্থ করছে বামেরা।