Breaking News

দাড়িভিট ও ময়নার ২ হত্যাকাণ্ডে এফআইআর দায়ের করল এনআইএ!‘চাপে’ রাজ্য পুলিশ-সিআইডি

নিজস্ব সংবাদদাতা:-দাড়িভিটে পুলিশের গুলিতে ২ ছাত্রের মৃত্যু ও ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় এফআইআর দায়ের করল এনআইএ | দেশের নিরাপত্তার স্বার্থে এই ২ ঘটনার তদন্ত হওয়া দরকার বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আদালতের কাছে তারা আবেদন জানিয়েছে, এই ২ ঘটনার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি যেন তাদের হাতে তুলে দেয় রাজ্য পুলিশ।ময়নায় ২০২৩ সালে বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। অন্যদিকে দাড়িভিটে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ২ যুবকের মৃত্যু হয়েছিল। তারমধ্যে একজনের গুলি লাগে। সে ঘটনাকে কেন্দ্র করেও তোলপাড় চলেছিল গোটা রাজ্যে। এই দুটি ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে এনআইএ। দাড়িভিট কাণ্ডের তদন্তভার আগেই এনআইএ-কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর প্রায় ১ বছর কাটলেও নথি এনআইএ-কে হস্তান্তর না করার অভিযোগ উঠেছে সিআইডির বিরুদ্ধে। সেই মামলায় রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে আদালতে ভার্চুয়াল হাজিরাও দিতে হয়েছে। এবার সেই ঘটনায় এফআইআর দায়ের করল এনআইএ |২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গ্রামের স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছিল দাড়িভিট। নবনিযুক্ত উর্দু শিক্ষককে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অভিযোগ, তখন পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করতে এসে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে রাজেশ ও তাপস নামে ওই স্কুলের প্রাক্তন ২ ছাত্রের মৃত্যু হয়। অভিযোগ, ঘটনার সময় স্কুলের মাঠে বোমাবাজিও হয়।ওদিকে গত বছর ১ মে রাতে ময়নার বাকচায় গোরামহল গ্রামে খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অভিযোগ, বোমা মারতে মারতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তৃণমূলি দুষ্কৃতীরা। এরপর তাঁকে খুন করে গ্রামের একটি পুকুরপাড়ে দেহ ফেলে রেখে পালায় তারা। এই ঘটনাতেও এফআইআর করেছে এনআইএ| ইতিমধ্যে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্ত করছে এনআইএ | গত মাসে ওই ঘটনায় অভিযুক্ত ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয় তারা। এরই মধ্যে ওই একই এলাকায় আরও এক অপরাধের তদন্তভার হাতে নিল তারা।তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল কর্মীদের হেনস্থা করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *