নিজস্ব সংবাদদাতা :-আগামী ১০ থেকে ২০ মে’র মধ্যে একটা খুন হবে কেশপুরে৷ সম্প্রতি কেশপুরে একটি কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তারকা তৃণমূলপ্রার্থী দেব৷ সংবাদমাধ্যমের সামনে দেব দাবি করেছেন, বিজেপি প্রার্থী ও বিজেপি দল একটা ষড়যন্ত্র করে তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করতে চাইছে! এ বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আগাম আর্জিও জানিয়েছেন তারকা প্রার্থী৷দেব বলেন, “আমাদের কাছে যা খবর এসেছে, এখন পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রয়েছে। আমাদের কাছে খবর রয়েছে কেশপুরে তারা কোন একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।” দেব আরও বলেন, “মৃত্যুর রাজনীতি ওরা শুরু করতে চলেছে। ১০ থেকে ২০ তারিখের মধ্যে। বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে বিজেপি। নিজেদের কর্মীকে খুন করে আমাদের ঘাড়ে দোষ চাপানোর প্ল্যান করছে। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি শান্তি রাখার চেষ্টা করেছি।”দেবের বক্তব্য, “মানুষ বিজেপির সঙ্গে নেই ,মানুষ কেন ওর নিজের দলই ওর সঙ্গে নেই।” দেবের বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বলেন, “দেব খুন করবেন বিজেপি কর্মীকে। তা তিনি প্রকাশ্যে বলছেন, তাই তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
Hindustan TV Bangla Bengali News Portal