দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ইতিমধ্যেই কয়েক দফা পশ্চিমবঙ্গ ঘুরে গিয়েছেন তিনি। এবার ফের চতুর্থ দফার ভোটের আগে রাজ্যে মোদি। লোকসভা ভোটের আগে মার্চ-এপ্রিল মিলিয়ে ইতিমধ্যেই রাজ্যে ১২টি সভা করেছেন মোদী। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। আগামী ১১ এবং ১২ মে রাজ্যে আসছেন মোদী। বিজেপি সূত্রের খবর, দু’দিনে বঙ্গে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদী। ১১ তারিখ হাওড়ার উলুবেরিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি। পরের দিন ১২ মে আরামবাগ সহ আরও ৩ টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সাত দফায় এবার রাজ্যে লোকসভা ভোট অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম দফায় ভোট হবে হাওড়া লোকসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী| ১১ মে প্রধানমন্ত্রীর জনসভা করবেন তার জন্যই ৷ এছাড়া জেলার আরেক কেন্দ্র উলুবেড়িয়ার পদ্মপ্রার্থী অরুণ উদয় চৌধুরী ৷ মোদীর সভায় তিনিও থাকতে পারেন বলে খবর । পরদিন অর্থাৎ রবিবার হুগলির সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ এখানেও ভোট ১১ মে ৷ হুগলির সভায় উপস্থিত থাকবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের পদ্মপ্রার্থী কবীরশঙ্কর বসু ৷২০১৯ লোকসভা ভোটের তুলনায় চব্বিশের নির্বাচনে বেশি আসন পেতে জোরকদমে চেষ্টা চালাচ্ছে বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতারা।